Wednesday, February 5, 2020

খুব কম লোকই জানেন এমন ওয়েবসাইট কোনগুলি? এটি সম্পর্কে দুর্দান্ত বিষয় কী?

গতিশীল জীবনকে আরো গতিশীল করতে মানুষ প্রতিনিয়তই ছোট বড় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। তবে মজার ব্যাপার হল বেশিরভাগ মানুষই জানেনা প্রতিদিন কত ভিন্ন ধরনের ওয়েবসাইট আশেপাশে তৈরি এবং ব্যবহৃত হচ্ছে। এগুলো এমন ওয়েবসাইট যেগুলো সম্পর্কে অনেকের অজানা।
1.ফ্লাইট রাডার(Flight Radar)
বিমান বন্দরের বিমান চলাচল দেখতে চাইলে এই সাইট কাজে আসবে। এর মাধ্যমে বিশ্বের কোথায় প্লেন যাচ্ছে তা দেখতে পারবেন। বিমান চলাচল দেখতে চাইলে এই সাইটটি ঘুরে দেখুন।Live Flight Tracker - Real-Time Flight Tracker Map | Flightradar24
2.স্টার (100,000 Stars)
এই ওয়েবসাইটের মাধ্যমে মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র দেখতে পারবেন। এটি আপনার অনেক কাজে লাগবে। তাহলে এখনি ঘুরে আসুন এই ওয়েবাইট থেকে।100,000 Stars
3. দা কোয়াইট প্লেস(The Quiet Place)
মনকে শান্তি দিতে চাইলে এই সাইটে যেতে পারেন। এতে প্রবেশ করে প্রতিবার ট্যাপ করে নতুন নতুন উক্তি দেখতে পারবেন। http://thequietplaceproject.com/
4.আর্কাইভ (Archive)
এই সাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন আগে সাইটটি দেখতে কেমন ছিলো। এখানে প্রায় ৩১০ মিলিয়ন ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। যে সাইটটিকে দেখতে চান সেই সাইটের লিংক দিয়ে এন্টার ক্লিক করুণ। তারপর আপনার সামনে হাজির হবে সেই সাইটের ইতিহাস এবং আগে দেখতে কেমন ছিলো। । Wayback Machine
5.ফেইসবুক ফেইস (Faces of Facebook)
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল ফেইসবুক আইডির প্রোফাইল পিকচার দেখতে পারবেন। অবসর সময়ে আপনার ছবির খুঁজে বের করতে পারেন। তবে আমার মতে তা খোঁজা অনেক কষ্টকর হবে। এইটা ব্যবহার করে কিন্তু আপনি গার্লফ্রেন্ড খুঁজে পেতে পারেন ? THE FACES OF FACEBOOK

No comments:

Post a Comment